ঢাকা | বঙ্গাব্দ |

ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা ছাড়তে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে আইডিএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

"যে সকল ব্যক্তি... (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশেপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিৎ," পোস্টে উল্লেখ করেছে আইডিএফ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

কারণ হিসেবে তারা বলছে, ওইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা সাধারণ ইরানিদের জীবনকে 'ঝুঁকির মধ্যে ফেলবে'।

সূত্রঃবিবিসি

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স