রানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর - পশ্চিমে ৩১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর বাহরাম সারমাস্ত।
তিনি আরও জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় ২০ জন শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন।
এখনও পর্যন্ত হতাহতের মোট সংখ্যা প্রকাশ করেনি ইরান।
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের উত্তর – পশ্চিমে হামলায় একটি অ্যাম্বুলেন্সে দুই জন নিহত হয়েছেন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গতকাল জানিয়েছেন ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে।
তবে বিবিসি স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
সূত্রঃ বিবিসি