ঢাকা | বঙ্গাব্দ |

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, পাল্টা হামলার দাবি ইসরায়েলের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ইরান রাতভর দুই দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েক ঘণ্টা আগে আবারো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় বেশ কিছু হতাহত হয়েছে বলে জানা গেছে।

পাল্টা ইরানেও দেশটির পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর এলাকাতেও।

কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে ইরানের হামলায় ৩ জন নিহত ও অন্তত একশ জন আহত হয়েছে। যদিও এ তথ্য বিবিসি এখনো যাচাই করে দেখতে পারেনি।

এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামারায় ইরানের হামলায় ৫ জন নিহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।

বিজ্ঞাপন

ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে বারটার দিকে তারা তেহরানে দেশটির পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত ভবনে হামলা করেছে, যার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে।

সূত্রঃ বিবিসি

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স