ঢাকা | বঙ্গাব্দ |

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আব্দুল্লাহপুরে সেনাবাহিনীর চেকপোস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাজধানীর প্রবেশ মুখ উত্তরা আব্দুল্লাহপুরে বাংলাদেশ সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প) চেকপোস্ট স্থাপন করে। ক্যাপ্টেন মোর্শেদের নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালনা করা হয়।


শুক্রবার (১৩ জুন) রাত ১০টা থেকে আব্দুল্লাহপুর ব্রিজে এই চেকপোস্ট বসায় বাংলাদেশ সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প)।


ঢাকামুখী দূরপাল্লার বাস গুলোতে তল্লাশি ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী। প্রায় প্রতিটি দূরপাল্লার বাসগুলোকে তল্লাশির আওতায় আনা হয়।


এ সময় বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী।


এ সময় সন্তুষ্ট প্রকাশ করে গার্মেন্টস কর্মী শিউলি আক্তার বলেন, আমরা চারজন ময়মনসিংহ থেকে এসেছি। আমাদের কাছ থেকে ২০০ টাকা করে বেশি নেওয়া হয়। সেনাবাহিনী আমাদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। এবারের ঈদ যাত্রা অনেক সুন্দরভাবে হয়েছে। 


ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা স্কুলশিক্ষক মজিবুল হক বলেন, এ রকম চেকপোস্ট আসলেই প্রশংসার দাবিদার। আমার কাছ থেকে ৭০ টাকা বেশি নেওয়া হয়েছিল, তা সেনাবাহিনী ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা আশা করি সেনাবাহিনী সব সময় সাধারণ জনগণের পাশে থাকবে।


চেকপোস্টে একজন মাদকসেবীর কাছ থেকে বেশ কিছু গাজা উদ্ধার করে এবং তাকে আটক করে সেনাবাহিনী।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প)।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স