ঢাকা | বঙ্গাব্দ |

বিমান দুর্ঘটনা : ভারতে পৌঁছেছে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ তদন্তকারী দল। যদিও ভারত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু শুক্রবারই জানিয়েছিলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দিয়েছে।

পাশাপাশি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে সরকার।


এই কমিটি বিমান নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখবে।

অন্যদিকে, বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তার জন্য ব্রিটিশ তদন্তকারী দলও আহমেদাবাদে পৌঁছেছে।

 এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একটি দলও ভারতে পৌঁছেছে। বিমান দুর্ঘটনার তদন্তে ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করার কথাও জানিয়েছে তারা।


সূত্র : বিবিসি

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স