ঢাকা | বঙ্গাব্দ |

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধিদলটি চীন সফর করবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন।


চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে চীন। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটির সরকার।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স