অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনার জন্য সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আহত আরও অন্তত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী হামলার পর আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছে।
গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে এটি প্রায় দুশো কিলোমিটার দূরে।
শহরের মেয়র এলকে কাহর বার্তা সংস্থা এএফপির কাছে দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ স্কুলটিকে এখন নিরাপদ বলে জানিয়ে বলেছে, আর কোন বিপদের সম্ভাবনা নেই।
ঘটনার পরপরই কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের বিশেষায়িত কোবরা ইউনিট মোতায়েন করে।
বিবিসি বাংলা