প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে এর আগে জোরালো অবস্থান নেয় দেশের অন্যতম প্রধান দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রতিশ্রুতি জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে এর আগে জোরালো অবস্থান নেয় দেশের অন্যতম প্রধান দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রতিশ্রুতি জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি।
শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, 'প্রধান উপদেষ্টার ভাষণে আমরা জাতির প্রত্যাশা অনুযায়ী কিছু দেখতে পাইনি। এই মুহূর্তে রাত ৯টায় আমাদের স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক শুরু হতে যাচ্ছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে।'
তিনি বলেন, 'আমরা আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।'