ঢাকা | বঙ্গাব্দ |

কুমিল্লায় সেনাবাহিনীর ইউনিফর্মসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় আর্দশ সদর উপজেলার রানীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৭৮ পিস ইয়াবা, ৯টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ১টি চাপাতি, ১ টি কুড়াল, ১টি বড় ছুড়ি, ২টি কাচি, ১টি কাটিং প্লাস, সিসি টিভির ডিভিআর ১টি, ১টি  সেলাই রেঞ্জ, লোহার বাটুল ১টি, ২৫০ গ্রাম গাজা, ১টি ছুরি ও সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের (২৩ বীর) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আটকরা হলো, কোতয়ালি থানার কোরপাই এলাকার দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, চম্পক নগর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে মো. ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাছির উদ্দিন, একই এলাকার কবির মিয়ার ছেলে মো. তুহিন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা গেছে, উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় একটি স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।


৩৩ পদাতিক ডিভিশনের ২৩ বীর ভবিষ্যতেও এমন অভিযান  অব্যাহত রাখবে। অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স