ঢাকা | বঙ্গাব্দ |

ট্রেনে ফিরতি যাত্রা: ১৩ জুনের টিকিট মিলিছে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঈদুল আজহা পরবর্তী ফিরতি যাত্রায় ১৩ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি চলছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। 

জানা গেছে, ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ২ জুন।এ ছাড়া ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। 

এ ছাড়া প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন।

একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স