স্বৈরাচার শেখ হাসিনার এই দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান। গতকাল রবিবার (২ জুন) বনানী থানার যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা রাগের বশবর্তী হয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা এবং জুলুম-নির্যাতনের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল। আজ স্বৈরাচার শেখ হাসিনা নিজেই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে।
নিজের জীবন বাঁচাতে ভয়ে পালিয়ে গেছে।
মোস্তফা জামান বলেন, এ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। কারণ অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জিয়াউর রহমানের ভূমিকা সবচেয়ে বেশি। শহীদ জিয়াউর রহমান জাতির সেই নায়ক, যাকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে।
অন্য কোনো রাষ্ট্রনায়ককে শহীদের মর্যাদা দেওয়া হয়নি। আমি বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন।
মোস্তফা জামান বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সবগুলো মামলা থেকে খালাস পেয়েছেন ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সব মামলা থেকে খালাস পেয়েছেন। এতেই বোঝা যায়, স্বৈরাচার সরকার শেখ হাসিনা রাগের বশবর্তী হয়ে সাজানো মামলায়-জুলুম নির্যাতন করেছিল।
আল্লাহ সেই বিচার করেছেন। স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকেই চলে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার পরিবার-পরিজন, দলের লোকজনসহ এই দেশ থেকে চলে গেছে। তাদের আর কোনো ফেরার পথ নেই।
তিনি আরো বলেন, অচিরেই তারেক রহমান বাংলাদেশে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।
বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন, তাকে ধরে নিয়ে এসে আইনের মুখোমুখি করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীরসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি, বনানী থানা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।