মনিরামপুরে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, মোহাম্মদ মুছা ও সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মিজানুর রহমান, যুগ্মসম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দলের ভেতর নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু কোন অবস্থাতেই গ্রুপিং করা যাবে না। নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে আসন্ন সংসদ নির্বাচনে দলের প্রার্থী (মনোনয়ন) হওয়া দুষ্কর হয়ে পড়বে। ফলে দলের স্বার্থে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের জন্যে কাজ করতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী অথবা শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকাণ্ডে জড়িত হলে দলের কাউকে ছাড় দেওয়া হবে না।
যৌথসভার আগে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিএনপির পক্ষ থেকে মিতবিনিময় করা হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ৯৮ টি মন্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সন্তোষ স্বর, সদস্য সচিব সন্তোস রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারণ সম্পাদক তরুন কুমার শিল প্রমুখ।
যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)
Talha