ঢাকা | বঙ্গাব্দ |

বিপ্লবীরা নিজেরাই নিজেদের শেষ করে দিয়েছে : মঞ্জুরুল আলম পান্না

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
মঞ্জুরুল আলম পান্না ছবির ক্যাপশন: মঞ্জুরুল আলম পান্না
ad728
গণঅভ্যুত্থানের বিপ্লবীরা অন্তর্কোন্দলে নিজেরাই নিজেদের শেষ করে দিয়েছে বলে এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। 

পান্না বলেন, ‘বিপ্লবী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন, এগুলোতে যখন পচন ধরে—দেয়া নেয়ার বিষয় এসে দাঁড়ায় তখন আর আদর্শ থাকে না। এই বিষয়গুলোই আমরা বর্তমান বিপ্লবীদের মধ্যে দেখছি। তারা যে দ্রুতই শেষ হতে যাচ্ছে তা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে।


’ 
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার বাবার বিরুদ্ধে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘এই প্রতিবেদন থেকেই বিপ্লবীদের লোভাতুর বা লোভনীয় টার্গেট সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।’ 

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন টেলিভিশন চ্যানেলটির ব্যাবস্থাপনা পরিচালক জানিয়ে এনসিপি আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছে। এ নিয়ে পান্না প্রশ্ন তোলেন, ‘এনসিপি কেনো বার বার আসিফ মাহমুদের পক্ষে কথা বলছে? তিনি তো সরকারের উপদেষ্টা, তার সঙ্গে নাকি এনসিপির কোন সম্পর্ক নেই? তাহলে আবারও কেনো তারা এই বিষয়ে কথা বলছে?’ 

এদিকে আসিফ তার ফেসবুক পোস্টে টেলিভিশন চ্যানেলটিকে দখলকৃত দাবি করারও সমালোচনা করেন পান্না। তিনি বলেন, ‘এটি মোটেই দখলকৃত প্রতিষ্ঠান নয়।


এই প্রতিষ্ঠানের অন্যতম বড় শেয়ার হোল্ডার ছিলেন ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা সাহেব।’ 
এছাড়া চাঁদাবাজি সহ বেশকিছু উদাহরণ টেনে পান্না বলেন, গণঅভ্যুত্থানের নায়কেরা লণ্ডভণ্ড হতে চলেছেন। তারা আর সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারছেন না। 

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স