সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, আমাদের কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ছাত্রদের মাথার ওপর কাঁঠাল ভেঙে খাচ্ছেন। তিনি তার গদি পাকাপোক্ত করতে যথেচ্ছা ব্যবহার করছেন। তাদের (ছাত্রদের) ভবিষ্যৎ নিয়ে তার ন্যূনতম ভাবনা নেই, চিন্তা নেই।
‘পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে’ ছাত্রদের জামিন প্রসঙ্গে বিচারকের এমন মন্তব্য প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এমন একটা সময় আসবে ড. ইউনূস যা যা দৃষ্টান্ত স্থাপন করছেন, ভবিষ্যতে মানুষ হয়তো যারা নোবেল পাওয়ার যোগ্য, তারা নোবেল পেতে লজ্জাবোধ করবেন। এমন সব জঘন্য দৃষ্টান্ত স্থাপন করছেন এই ব্যক্তি।
তিনি আরো বলেন, এই দেশটাকে নিয়ে খেলা শুরু হয়েছে। নিজেদের মতো করে সবাই খেলছে।
আওয়ামী লীগের সময় যতটা না খেলা হয়েছে, এখন চলছে নগ্ন খেলা। কারো কিছু বলার নেই।